উত্তরদিনাজপুর

উত্তর দিনাজপুরে আম চাষিদের কপালে চিন্তার ভাঁজ

এবছর আবহাওয়ার খামখেয়ালী পনায় আমের মুকুল ভালো এসেছিলো। তাই সব আম চাষিদের মুখে খুশীর হাসি ছিল। কিন্তু সোমবার বৃষ্টি ও ঝড়ের কারনে বেশীর ভাগ মুকুল ঝরে যায়।তাই আম চাষি থেকে শুরু করে আম চাষের সঙ্গে যুক্ত কর্মীদের কপালে পরে চিন্তার ভাঁজ। উত্তর দিনাজপুরে কুশমণ্ডি গ্রামের ৭০ শতাংশ মানুষ আম চাষ করে। তারা ভেবেছিলো এবছর আম চাষ ভালো হবে। অনেক অর্থ উপার্জন করবে তারা। কিন্তু সোমবার ঝড় বৃষ্টির কারনে আমের  বেশীর ভাগ মুকুল ঝরে যাওয়ায় লাভ তো দুরের কথা কতটা ক্ষতি হয় তা নিয়ে ভাবছেন তারা। এব্যাপারে দামস টিভি - র প্রতিনিধি উত্তর দিনাজপুরের গ্রাম পঞ্চায়েত সমিতির মিঠু জোয়ারদারের সঙ্গে কথা বললে তিনি জানান আম মানুষের অর্থ যোগাবার পাশাপাশি পুষ্টিও জোগায়। এবছর আমের মুকুল ভালো এসেছিলো তাই তারা খুসি ছিলেন। কিন্তু সোমবারের ঝড় বৃষ্টিতে মুকুল ঝরে যাওয়ায় চাষিদের ক্ষতি হয়েছে। তাই চাষিদের সাহায্য করা হবে। এব্যাপারে উচ্চ আধিকারিকের সঙ্গেও কথা বলবেন তিনি।